মুসলিম জনমানসে ‘‌পারিবারিক কাঠামো’‌র ধারণা এবং ইসলামে নারীর সম্পত্তি

নারীকে উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করার ক্ষেত্রে পূর্ববর্তী আর্থ-সামাজিক প্রেক্ষিতে যে-কারণই দর্শানো হোক না কেন, প্রকৃত প্রস্তাবে তা নারীকে পরনির্ভর করে রাখার এক চিরস্থায়ী পিতৃতান্ত্রিক কৌশল। ফলত ইসলামের সদিচ্ছাও বেশিরভাগ ক্ষেত্রে হয়ে উঠেছে অসৎ মানুষের মুনাফা লোটার মূলধন। আজকের দিনে তাই প্রয়োজন সম্পত্তির ‘সুষম বণ্টন’-এর স্থলে ‘সম বণ্টন’, পুরুষের সমান নারীর মর্যাদা ও অধিকার, নারীর আত্মনির্ভর ও আত্মমর্যাদাসম্পন্ন হয়ে ওঠার প্রশস্ত পরিসর।

by নাসিমা ইসলাম | 14 October, 2023 | 1464 | Tags : muslim women equal rights property distribution in saria law hindu property indian muslim women